বাংলার ভোর প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাত ২ টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়স্থ যশোর টু বেনাপোল মহাসড়কে দাঁড়িয়ে থাকা সাতক্ষীরা লাইন পরিবহন (ঢাকা মেট্রো- ব-১৫-০৭৬২) তল্লাশী চালিয়ে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার নয়াপাড়া কুতুবজোম গ্রামের মোহাম্মদ আলী ও একই গ্রামের ময়না পাখিকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা করেছেন।

