শার্শা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শার্শা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ মফিকুল ইসলাম তৃপ্তির গণসংযোগ ও বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে রুদ্রপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এ গণসংযোগ ও উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়।
কায়বা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের দল, এই দলের অনেক ইতিহাস ঐতিহ্য আছে। এই দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। আমি শহিদ জিয়ার আদর্শের একজন সৈনিক, আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি যদি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে বেকারত্ব দূরিকরণ ও শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা করবো। পাশাপাশি নারীদের কর্মসংস্থান গড়ে তুলবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাবলু, সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুলা মিলন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাপ্পীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জনসংযোগ ও উঠান বৈঠক শেষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের ভোট প্রার্থনা করে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি।

