মণিরামপুর সংবাদদাতা
ধানের শীষের পক্ষে সোমবার বিকেলে যশোরের মলিরামপুরের রজগঞ্জ বাজারে বিশাল প্রচার মিছিল বের করা হয়। পথসভার কথা থাকলেও শেষ পর্যন্ত ধানের শীষের হাজারো কর্মী সমর্থকদের অংশগ্রহণে পথসভাটি জনসভায় পরিণত হয়।
ঝাঁপা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিকেল সাড়ে চারটার দিকে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের বটতলায় আয়োজন করা হয় পথসভার। বিভিন্ন এলাকা থেকে ধানের শীষের পক্ষে খণ্ড খণ্ড মিছিল সহকারে এসে নেতাকর্মীরা সভায় যোগ দেন। পথসভার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি জনসভায় পরিণত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রবিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, প্রবাসী বিএনপি নেতা আলী হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, মোতালেব হোসেন, কফিল উদ্দিন, গাজী আব্দুর সাত্তার, নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, মশ্বিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল খালেক, চালুয়াহাটির ওয়াদুদ হোসেন, ঝাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমান প্রমুখ।

