মণিরামপুর সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে এনসিপি (জাতীয় নাগরিক কমিটি)র সম্ভাব্য প্রার্থী হিসেবে জুলাইযোদ্ধা আহাদ হোসাইন মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সোমবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এনসিপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জুলাইযোদ্ধা আহাদ হোসাইন বলেন, ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন-সংগ্রামে স্বৈরাচার সরকারের বিদায় হলেও এখনও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এখনও সমাজে বৈষম্য বিদ্যমান রয়েছে। তিনি বলেন আগামী নির্বাচনে জয়ি হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস নৈরাজ্য অনিয়ম চাঁদাবাজ দুর্নীতিবাজদের প্রতিহত করে সমাজ থেকে বৈষম্য দূর করে কাক্সিক্ষত সার্বিক উন্নয়ন করে মণিরামপুরকে শান্তির এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামানা করেন।
মনিরামপুর উপজেলার বলিয়ানপুর গ্রামের সাহেব আলীর ছেলে জুলাই যোদ্ধা আহাদ হোসাইন গত ১৯ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন। তিনি যশোর এমএম বিশ্ববিদ্যালয় কলেজ হতে মাস্টার্স পাশ করে ঢাকার একটি কোচিং সেন্টারে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। জুলাই আন্দোলন চলাকালে ৫ আগস্ট মালিবাগ এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নিয়ে পুলিশের অতর্কিত বন্দুক হামলায় তিনি বাম চোখে গুলিবিদ্ধ হন। এ পর্যন্ত ৫ দফা অস্ত্রোপচার হয়েছে তার চোখে। এখনও তিনি বাম চেখে গুলির ছাররা বহন করছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন, সহসভাপতি ইলিয়াস হোসেন, জিএম ফারুক আলম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক আব্বাস উদ্দিন, সহকারী অধ্যাপক বোরহার উদ্দিন জাকির, এমএ মতিন, সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক, আসাদুজ্জামান রয়েল, সহকারী অধ্যাপক বাবুল আকতারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

