বাংলার খেলা প্রতিবেদক
গুণীজন সংবর্ধনা, হুইল চেয়ার বিতরণসহ নানা আয়োজনে রোটারি ক্লাব অব যশোর ইস্টের ৩৯তম অভিষেক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তিনি তার বক্তব্য বলেন, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে বলার মতো কোন সাফল্য আমার নেই এখনো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অফিস হতে যাচ্ছে খুলনায়। খুলনার প্রতিটা জেলা ও উপজেলা থেকে আমরা ক্রিকেট ট্যালেন্ট সার্চ করবো। ট্যালেন্ট সার্চ করার জন্য যে কোচিং সিস্টেম, সুযোগ সুবিধা ও প্রতিযোগিতামূলক ক্রিকেটের দরকার তা করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, ক্রিকেট সকলের ভালবাসার জায়গা। ক্রিকেট দিয়ে আমরা চেষ্টা করছি কিভাবে বাংলাদেশের ভালো নাগরিক তৈরি করা যায়। এ ভালবাসা দিয়ে আমরা বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। রোটারির এ অভিষেক অনুষ্ঠানে আমি অনেক কিছু শিখলাম। এ শিক্ষা আমি ক্রিকেটে কপি করবো। সেই সাথে রোটারিকে ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত করবেন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলে রাব্বি মোপাশা।
সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি রবিউল ইসলাম রবি। এর আগে বিদায়ী সভাপতি আবু সাইদ দায়িত্ব হস্তান্তর করেন। বক্তব্য রাখেন, নতুন কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম বেনু, প্রাক্তন জয়েন্ট সেক্রেটারি সেলিম মোর্শেদ।
অভিষেক অনুষ্ঠান থেকে ২ জন অস্বচ্ছল ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া চারজন চাটার্ড সদস্য ও পাঁচজন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। যশোর রোটারি ক্লাব ইস্টের সাথে সাথে অন্য ক্লাবের শতাধিক সদস্য রোটারিয়ান এই অভিষেক অনুষ্ঠানে অংশ নেন।

