বাংলার ভোর প্রতিবেদক:
যশোর শহরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাসিমা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন জেলা পরিষদের মেইন গেটের সামনে পাকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম যশোর সদর উপজেলার রূপদিয়া মথুরাপুর গ্রামের হান্নান মোল্লার স্ত্রী ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাসিমা বেগম যশোর সদর হাসপাতাল থেকে একটি ইজিবাইকে করে তার বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি যখন জেলা পরিষদের মেইন গেটের সামনে পৌঁছালে হঠাৎ করে তাঁর গায়ের ওড়নাটি ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়।
এর ফলে ওড়নাটি তাঁর গলায় ফাঁস হিসেবে চেপে বসে এবং তিনি গুরুতরভাবে আহত হন।
ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

