কোটচাঁদপুর সংবাদদাতা
স্ত্রীর অধিকার চেয়ে স্বামীর বিরুদ্ধে কোটচাঁদপুরে সংবাদ সম্মেলন করেছেন শেফালী খাতুন নামে এক নারী। ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদ করেছেন অভিযুক্ত শাকিল আহমেদ। বৃহস্পত্তিবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল আহম্মেদ জানান শেফালী খাতুন নামে ওই মহিলা স্ত্রীর অধিকার চেয়ে ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলন করেন। আমি ওই সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাকে ফাঁসানোর জন্য একটি মহল দ্বারা উৎসাহিত হয়ে অর্থের লোভে এমনটি করেন ।
আমার সাথে ওই মহিলার কোন প্রকার সম্পর্ক নেই। আমি কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়-১৭৪ এর কোটচাঁদপুর শাখার বর্তমান সেক্রেটারি।
আমি সেক্রেটারি হওয়ার পর থেকেই আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর জন্য নানা ষড়যন্ত্র করে চলেছেন তারই ধারাবাহিকতায় ওই মহিলাকে দিয়ে আমার নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করানো হয়েছে।
অভিযোগকারী মহিলা চরিত্রহীন ও নানা অপকর্মে লিপ্ত যা এলাকার সবাই জানেন, অথচ আমার নামে স্বামীর অধিকার, সোনা গহনা ও মোবাইল নেয়ার মিথ্যা অভিযোগ করা হয়েছে, যাতে সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমার প্রশ্ন ওই মহিলা নিজেই বলেছেন যে তিনি ডেকরেটরে কাজ করেন, তাহলে তিনি এতো সোনা রুপা টাকা পয়সা কোথায় পেলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর শাখা অফিসের সভাপতি শাহারিয়ার রহমান মামুন, সড়ক সম্পাদক মিলন হোসেন, সহসভাপতি পাশা, ড্রাইভার আসানুর, ড্রাইভার খালেকসহ আরো অনেকে।
এ বিষয়ে শেফালী খাতুনের মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

