বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা জহরুল ইসলাম কমিশনে আপিল করলে তার প্রার্থিতা স্থগিত রাখা হয়। শুক্রবার নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আপিল শুনানিতে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো না হলেও পরে নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে। ফলে সাবিরা সুলতানা মুন্নীর নির্বাচনে প্রার্থী হতে আর কোনো আইনগত বাধা রইল না। স্বামীর নেয়া একটি ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন তিনি। ওই ঋণ পরিশোধ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল করা হয়েছিল।
যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলামের স্ত্রী সাবিরা সুলতানা মুন্নী। নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকায় অপহরণের পর নিহত হন। তার মৃত্যুর পর গৃহিণী জীবন থেকে বেরিয়ে এসে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা সুলতানা মুন্নী। রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে একাধিক মামলা ও হামলার স্বীকার হয়েছেন তিনি।

