বাংলার ভোর প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর নগ্ন ছবি ও ভিডিও ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে সাজ্জাদুল ইসলাম বন্ধন নামে এক যুকবকে আটক করেছে পুলিশ। বন্ধন যশোর সদর উপজেলার বড়বালিয়াডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম বাবলুর ছেলে। শনিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, ফেসবুকে ‘নিরব ভাই’ নামের একটি আইডি এডমিনের সাথে পরিচয় ও বন্ধুত্ব হয় ওই নারীর। গত ১০ জানুয়ারি এডমিন ওই নারীর কিছু নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর এসব ছবি ও ভিডিও তার ভাবির মোবাইলে দিয়ে চাঁদা দাবি করেন। এতে অপমানিত হয়ে ওই নারী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালান। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনা জানাজানির পর ওই নারীর ভাই পর্নোগ্রাফি আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ‘নিরব ভাই’ ফেসবুক আইডির এডমিন সাজ্জাদুল ইসলাম বন্ধনকে আটক করে। রোববার বন্ধনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

