কোটচাঁদপুর সংবাদদাতা
‘মানুষের পাশে আমরা’ এমন স্লোগানে মানবিক সহায়তার অংশ হিসাবে ব্র্যাক মাইক্রোফিন্যান্স কোটচাঁদপুর শাখার উদ্যোগে তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে কোটচাঁদপুর ব্র্যাক অফিস চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার আবু সাঈদ, জেলা সমন্বয়ক শিপ্রা বিশ্বাস, আঞ্চলিক ব্যবস্থাপক রওশনআরা খাতুন, এলাকা ব্যবস্থাপক জুলিয়া পারভীন, শাখা ব্যবস্থাপক মিঠুন কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শীতের কম্বল পেয়ে সন্তোস প্রকাশ করেন উপজেলার দয়ারামপুর গ্রামের বৃদ্ধা আয়েশা, লক্ষীকুন্ডু গ্রামের বৃদ্ধা আল্পনা, জয়দিয়া গ্রামের দুর্গাসহ অন্যান্যরা।

