দেবহাটা সংবাদদাতা
দেবহাটা উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় সভার শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল স্পেশালিস্ট রায়হান কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশফিয়াতুন নাহার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ডা. শরিফ আহম্মেদ, সুশীলনের ম্যানেজার মামুন হোসেন, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার মন্ডল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, আশার আলোর প্রতিনিধি রবিউল ইসলাম, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা নীলাদ্রী বিশ্বাস প্রমুখ। সঞ্চালনা করেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা মিজানুর রহমান।

