কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের হলরুমে মানব পাচার ও মানব চোরাচালান প্রতিরোধ সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক্স রিইন্টিগ্রেশন ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্ন্যা চক্রবর্তী।
তিনি তার বক্তব্যে বলেন- ব্র্যাক নানামুখী কর্মকান্ডে অবদান রেখে চলেছে, মাইগ্রেশন প্রোগ্রাম এর আজকের অনুষ্ঠান তারই অংশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সহিদুল মৃধা,
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরার সাইকোসোশ্যাল কাউন্সেলর নন্দিতা সরকার, ফিল্ড অর্গানাইজার ফাতেমাতুল আহসান আখি এবং মানব পাচার প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ।

