বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের পালবাড়ি মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইসলামী চক্ষু হাসপাতাল। বৃহস্পতিবার সকালে দোয়া মাহফিলের মধ্য দিয়ে হাসপাতালটির কার্যক্রম উদ্বোধন করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মাত্র ৮০ টাকা টিকিট মূল্যে এখানে রোগীরা অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন দুই শিফটে চিকিৎসা সেবা দেয়া হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখবেন চিকিৎসকরা।
ইসলামী চক্ষু হাসপাতালে বর্তমানে ৭টি বেড রয়েছে। জরুরি প্রয়োজনে একসাথে ৭ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী চক্ষু হাসপাতালের চিফ কনসালটেন্ট ও চক্ষু বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মতিন সরোয়ার, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত চিকিৎসক ও হাসপাতালের পরিচালকবৃন্দ বলেন, যশোরে ইতোমধ্যে একাধিক চক্ষু হাসপাতাল থাকলেও স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা দেয়ার ক্ষেত্রে ইসলামী চক্ষু হাসপাতাল ব্যতিক্রম ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, আমরা শুধু ব্যবসার উদ্দেশ্যে এই হাসপাতাল চালু করিনি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যেন সহজে ও সাশ্রয়ী মূল্যে উন্নত চক্ষু চিকিৎসা সেবা পায় এটাই আমাদের মূল লক্ষ্য।
হাসপাতালটির মাধ্যমে যশোর অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

