বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের প্রয়াত সকল নেতাকর্মীদের স্মরণ করে নির্বাচনী প্রচারণা শুরু করছেন যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি সোমবার সকাল থেকে হাশিমপুর বাজারে সাধারন ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময়ের মধ্য দিয়ে পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন। শুরুতেই ইছালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা ও ভালো বাসায় সিক্ত হন অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনকালে তাদের দলীয় সন্ত্রাসীদের হাতে নিহত বিএনপি নেতা শহীদ খলিলুর রহমান, শহীদ কোহিনূর রহমান, পুলিশের তাড়া খেয়ে হৃদরোগে মৃত্যু বরণ সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতলেবসহ প্রয়াত সকল নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দিনভর অনিন্দ্য ইসলাম অমিত ইছালী ইউনিয়নে গণসংযোগ করবেন।

