ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ঝিনাইদহের ৪টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। ওই সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি তাহজীব আলম সিদ্দিকী সমির পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, মাহমুদুল ইসলাম ফোটন, হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, যুবলীগের যুগ্মআহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলার সাবেক আহবায়ক শাহ্ ইব্রাহিম খলিল রাজা, এমপির পিএস রোকনুজ্জামান রিপন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক, বিকাশ কুমার, ফরিদুল ইসলাম ফরিদ, সিরাজুল করিম, গোলাম কিবরিয়া কাজল, আশরাফ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ছোট ভাই আবু শাহরিয়ার জাহেদী পিপুল। এ সময় উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক বন্দে আলী বোরাক, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবুসহ ও অন্যান্য নেতারা।
বিকেলে জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র জমা দেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এমপি প্রার্থী মেজর (অবঃ) মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাবলু, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার, জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, হরিণাকুন্ডু উপজেলা ইউনিট জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ নেতৃবৃন্দ।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহম্পতিবার বিকেল পৌনে ৪ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপস্থিত প্রার্থীদের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র জমা নেয়া হয়। এ সময় সহকারী রিটার্নিং অফিসার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল ইসলাম। এবং অপর একজন স্বতন্ত্র প্রার্থী ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা যায়। এ আসনে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার, ত্রিলোচনপুর ইউপির সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা নজরুল ইসলাম ছানা, জাতীয় পার্টির ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম বাচ্চু, জাকের পার্টির জেলা সভাপতি ইছাহক আলী বিশ^াস ও আ.লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (সাবেক সাংসদ মরহুম আব্দুল মান্নানের ছোট ভাই) বঙ্গবন্ধু পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ খোকন।
এছাড়া, জেলার অন্যান্য আসনে আওয়ামী লীগ, বাংলাদেশ পিপলস পার্টি, জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে রিটার্নিং অফিসারের অফিস সূত্রে জানা গেছে।