কেশবপুর (যশোর) প্রতিনিধি
ছুটি ছাড়াই প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ উঠেছে যশোরের কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যত যাচাইয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার পরে সরেজমিনে গিয়ে দেখা যায় শিক্ষা অফিসে তিনি নেই। রুমে ঝুলছে তালা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম যোগদানের পর থেকে অফিসের নিয়ম না মেনে নিজের ইচ্ছামত অফিস করেন। অধিকাংশ সময় তিনি ব্যক্তিগত কাজে অফিসের বাইরে থাকেন। এই উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং দাখিল মাদরাসাসহ মোট ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন নাম প্রকাশ না করা শর্তে একাধিক প্রতিষ্ঠানের শিক্ষক।
এ বিষয়ে জানতে চাইলে তোরাবুল ইসলাম বলেন, আমি বৃহস্পতিবার সকালে অফিস করার জন্য বাড়ি থেকে অফিসে আসার পথে পিতার অসুস্থতার খবর পেয়ে অফিসে না যেয়ে পিতাকে নিয়ে সাতক্ষীরা মেডিকেলে যাই। দুপুরের পর অফিসে যেয়ে ছুটি অনুমোদন করাবো।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খানের মুঠো ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব