অভয়নগর (যশোর) প্রতিনিধি
গত দেড় মাস ধরে যশোরের অভয়নগর উপজেলায় ৫০ ও ১০০ টাকার স্ট্যাম্পের সংকট দেখা দিয়েছে। এর ফলে নন-জুডিশিয়াল স্ট্যাম্প কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুণতে হচ্ছে। ১০০ টাকার স্ট্যাম্পের জন্য নেয়া হচ্ছে ২০০ টাকা। গত বৃহস্পতিবার উপজেলার সাবরেজিস্ট্রি অফিস ও নওয়াপাড়া দলিল লেখক সমিতি চত্বর ঘুরে স্ট্যাম্প সংকট ও বাড়তি দামের এমন তথ্য পাওয়া যায়।
নওয়াপাড়া দলিল লেখক সমিতির আওতায় ৯ জন স্ট্যাম্প ভেন্ডার রয়েছেন। এর মধ্যে কিছু অসাধু স্ট্যাম্প ভেন্ডার সিন্ডিকেট তৈরি করে সংকট দেখিয়ে তা দ্বিগুণ দামে বিক্রি করছেন। ৫০ টাকার স্ট্যাম্প ৭০ টাকা, ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করছেন।
স্ট্যাম্প কিনতে আসা নওয়াপাড়ার হান্নান রহমান, বুইকারা গ্রামের শেখ ফজর আলী, একতারপুরের কওসার আলী মোল্যা জানান, ব্যবসার জন্য নতুন দোকানঘর ভাড়া নিয়েছি। চুক্তিপত্র করতে ১০০ টাকার তিনটি স্ট্যাম্প প্রয়োজন। তিন দিন ঘুরে দ্বিগুণ দামে সংগ্রহ করতে হয়েছে। নওয়াপাড়া বাজারের মনির শেখ বলেন, অভয়নগরে না পেয়ে যশোর থেকে ১০০ টাকার তিনটি স্ট্যাম্প ৩৯০ টাকায় কিনতে হয়েছে।
নওয়াপাড়া দলিল লেখক সমিতি চত্বরের স্ট্যাম্প বিক্রেতা রবিউল ইসলাম বলেন, অন্য এলাকা থেকে বেশি দামে কেনার কারণে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্ট্যাম্প বিক্রি করা হচ্ছে।
নওয়াপাড়া দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ক্রয় খরচ বেশি হওয়ায় একটু বাড়তি দামে তা বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, অভিযোগ পেলে সেই ভেন্ডারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- কদমতলা বাজার কমিটির আইয়ুব সভাপতি, রফিকুল সম্পাদক
- সাতক্ষীরায় পাচারকালে দুই পিস স্বর্ণের বারসহ আটক ১
- নড়াইলে হাতকড়া পরা আসামি ছিনতাইয়ের অভিযোগ
- যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ৩
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার