নিজস্ব প্রতিবেদক
যশোরে জমি নিয়ে ও ছাগল দিয়ে গাছ গাছালি খাওয়ানোর প্রতিবাদ করায় এক দম্পতি হামলায় প্রতিবেশী এক গৃহবধূ ও তার ছেলে মেয়েরা আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবেশী স্বামী স্ত্রীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার ১ ডিসেম্বর বিকেলে আদালতের নির্দেশে কোতয়ালি থানায় মামলাটি হয়।
মামলায় বাদী যশোর সদর উপজেলার রায়মানিক গ্রামের সঞ্জয় রায়ের স্ত্রী যমুনা রায়। আসামিরা হচ্ছেন, একই গ্রামের শ্যামল রায় ও তার স্ত্রী পলি রায়।
মামলায় যমুনা রায় উল্লেখ করেন, আসামিদের সাথে বাদির জমিজমা নিয়ে দীর্ঘদিন শত্রুতা চলে আসছে। আসামিরা বাদীর হাঁস মুরগি নিয়ে প্রতিনিয়ত ঝগড়া করে। গত ১৫ নভেম্বর বিকেল ৪ টায় আসামিদের ছাগলে বাদির বাড়িতে এসে বিভিন্ন রকমের গাছ গাছালি খেতে থাকে। বাদী ছাগল তাড়িয়ে দিলে আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে এ সময় নিষেধ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে ঢুকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে। বাদীর ছেলে সবুজ রায় ও মেয়ে সাথী রায় ঠেকাতে এলে আসামিরা তাদেরকে ও এলোপাতাড়িভাবে মারপিট করে জখম করে ও শ্লীলতাহানী ঘটায়। বাদীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা মামলা করলে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। বাদী স্বামীর বাড়িতে এসে ঘটনা খুলে বলে। এ সময় তার অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিরোনাম:
- মালিক-শ্রমিক দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
- পদ্মাসেতুর ট্রেন চলাচল উদ্বোধনের দিন বিক্ষোভ করবে যশোরবাসী!
- যশোরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত
- যশোর শহরের দড়াটানা ও ঢাকা ব্রিজ এলাকায় ভৈরব নদে ভয়াবহ পানি দূষণ
- যশোরে নাশকতা মামলায় ১২৫ নেতাকর্মী কারাগারে, আদালত চত্বরে স্লোগানে উত্তাল
- ঝিনাইদহ ক্যাডেট কলেজে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- মৌ হিজড়ার স্বর্ণালংকার ও মালামাল আত্মসাত, দায়ীদের শাস্তির দাবি
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেকে বসেছে শীত