নিজস্ব প্রতিবেদক
পিতার কেনা ২১ একর ৫৭ শতক জমি চিহ্নিত সন্ত্রাসীরা জোরপূর্বক দখলসহ জমির ফসল কেটে নিয়ে প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামে। ওই গ্রামের স্নেহলতা পারভীন পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য যশোরের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন। পুলিশ সুপার কার্যালয়ে ৪২৬৩ নং স্মারকে পত্র জমা দেয়া হয়।
ভূমিদস্যু হিসেবে অভিযোগে উল্লেখ করা হয়েছে, যশোরের চৌগাছা উপজেলার ১০ নং নারায়ণপুর ইউনিয়নের বাদে খানপুর গ্রামের মজনুসহ তার সহযোগি অজ্ঞাতনামা ৮/১০ জনকে। অভিযোগে ভুক্তভোগী বলেছেন, যশোর চৌগাছা থানাধীন সুখপুকুরিয়া, মাকাপুর ও বল্লভপুর মৌজায়, বিভিন্ন খতিয়ানে ও বিভিন্ন দাগে ভুক্তভোগীর পিতা হায়দার আলী মারা যাওয়ার আগে তার কেনা মোট ২১ একর ৫৭ শতক জমি রয়েছে। ভুক্তভোগীরা ৬ ভাই বোন ওই জমি ভোগ দখলে থাকা অবস্থায় আসামি তার সন্ত্রাসি বাহিনীর সহায়তায় জোরপূর্বক তাদের দাবি করিয়া স্থায়ী ভাবে দখলে নেয়ার লক্ষ্যে বিভিন্ন সময় আমাদের সাথে গোলযোগ করে ও ত্রাস সৃষ্টি করে অবৈধ দেশি অস্ত্র দেখিয়ে মারপিট খুন, জখমের হুমকি দিয়ে জমির ফসল ধান, পাট, গাছ কেটে প্রতিনিয়ত ক্ষতি করে চলেছে। এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে খুন করার হুমকি দিয়ে ইতপূর্বে ২/৩ বার মারপিট করে জখম করে। ইতিপূর্বে থানায় একাধিকবার লিখিত ও মৌখিক ভাবে অভিযোগ দিলেও কোন আইনি সহায়তা মেলেনি। আসামিরা ভুক্তভোগীর পরিবারের জমি দখলে নেয়ার জন্য অন্যান্য জমিতে ধান কাটতে গেলে বাদি বাঁধা দিলে ঘটনাস্থলে মারপিটসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। ভূমিদস্যুদের সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে স্থানীয়দেও এবং পুলিশকে একাধিকার জানিয়েও কোন ফল না হওয়ায় ভুক্তভোগী পুলিশ সুপারের হস্তক্ষেপ কামান করেছেন।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল