নিজস্ব প্রতিবেদক
দরিদ্র, এতিম, বেকার, মহিলা ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কাজের আওতায় আনার লক্ষ্যে ড্রাইভিং উইথ অটোমেকানিক্স সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন মাস (জানুয়ারি-মার্চ) মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নিতে পারবে। গতকাল যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সূত্র জানিয়েছেন, এ সেশনে ড্রাইভিং উইথ অটোমেকানিক্স ভর্তি পরীক্ষার জন্য ৩৪৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ সেশনে মোট আসন রয়েছে ৮০ টি। সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ি, এবার প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন।
পরীক্ষা প্রসঙ্গে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা বলেন, ড্রাইভিং ভর্তি পরীক্ষা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। গাড়ি চালনায় দক্ষ হয়ে তরুণ-তরুণীরা যাতে টেকসই জীবিকা নিশ্চিত করতে পারে তা- এই প্রকল্পের লক্ষ্য। এ সেশন শেষে শিক্ষার্থীদের দেয়া হবে ড্রাইভিং লাইসেন্স।
উল্লেখ্য, দেশ বিদেশ কর্মসংস্থান তৈরির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তত্ত্বাবধানের বাস্তবায়নাধীন ‘দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এছাড়াও কোরিয়ান ভাষা, জাপানিজ ভাষা এবং নিয়মিত শর্ট কোর্সে ৬ টি ভর্তি পরীক্ষা এ মাসে অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি থেকে এসকল সেশনের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়