নিজস্ব প্রতিবেদক
দরিদ্র, এতিম, বেকার, মহিলা ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কাজের আওতায় আনার লক্ষ্যে ড্রাইভিং উইথ অটোমেকানিক্স সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন মাস (জানুয়ারি-মার্চ) মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নিতে পারবে। গতকাল যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সূত্র জানিয়েছেন, এ সেশনে ড্রাইভিং উইথ অটোমেকানিক্স ভর্তি পরীক্ষার জন্য ৩৪৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ সেশনে মোট আসন রয়েছে ৮০ টি। সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ি, এবার প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন।
পরীক্ষা প্রসঙ্গে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা বলেন, ড্রাইভিং ভর্তি পরীক্ষা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। গাড়ি চালনায় দক্ষ হয়ে তরুণ-তরুণীরা যাতে টেকসই জীবিকা নিশ্চিত করতে পারে তা- এই প্রকল্পের লক্ষ্য। এ সেশন শেষে শিক্ষার্থীদের দেয়া হবে ড্রাইভিং লাইসেন্স।
উল্লেখ্য, দেশ বিদেশ কর্মসংস্থান তৈরির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তত্ত্বাবধানের বাস্তবায়নাধীন ‘দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এছাড়াও কোরিয়ান ভাষা, জাপানিজ ভাষা এবং নিয়মিত শর্ট কোর্সে ৬ টি ভর্তি পরীক্ষা এ মাসে অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি থেকে এসকল সেশনের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব