অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মেঘলা বেগম (২৩) গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা ঘাতক ওই স্বামীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে উপজেলার বুইকারা গ্রামে রফিকের বাড়ি সামনের সড়কে। ওই স্বামী গুয়াখোলা বস্তি এলাকার আলামিন ফারাজী (৩০)।
ঘটনার দিন স্ত্রী মেঘলা বেগমের সাথে আলামীন ফারাজীর বাড়িতে ঝগড়া হয়। একপর্যায়ে আলামিন স্ত্রীকে ছুরি নিয়ে তাড়া করে। পরে বুইকারা গ্রামের রফিকের বাড়ি সামনের সড়কে স্ত্রীকে ধরে পেটে ১ টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত করে। এতে স্ত্রী মেঘলা রাস্তার উপর লুটিয়ে পড়েন। স্থানীয়রা মেঘলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আলামিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোর্পদ করেন। মেঘলা বেগম গরুহাট এলাকার পান্নু শেখের মেয়ে। তিনি তেঁতুলের আড়তের শ্রমিক হিসেবে কাজ করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. বাহারুল ইসলাম জানান, মেঘলা ছুরিকাঘাতে আহত হয়েছে। গুরুতর হওয়ার কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিজা মোল্যা বলেন, স্বামী আলামিন তার স্ত্রী মেঘলাকে পেটে ১ টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত করে। আলামিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে আমার কাছে নিয়ে আসে। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনর্চাজ এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় আলামিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব