বাগআঁচড়া প্রতিনিধি
কুমিল্লা জেলার নিজ বাড়ি থেকে গত এক মাস আগে হারিয়ে যাওয়া রায়হান (১০) নামে এক শিশু ফিরে পেয়েছে তার পরিবার। নিখোঁজের দীর্ঘ এক মাস পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পরিবারটির সদস্যরা। রায়হান কুমিল্লা জেলার বুড়িচংয়ের আনন্দপুর গ্রামের বাসিন্দা।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রায়হানকে তার পরিবারের কাছে তুলে দেন শার্শা উপজেলা সমাজসেবা অধিদফতর ও প্রশাসনিক কর্মকর্তারা।
শিশু রায়হানকে চার দিন আগে নাভারণ রেলস্টেশন থেকে উপজেলা আনসার সদস্যরা খুঁজে পান। পরে তাকে উদ্ধার করে সমাজসেবা অফিসারের কাছে হস্তান্তর করা হয়। সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম খোঁজ খবর নিয়ে তার পরিবারকে খুঁজে পায়। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রায়হানের পরিবার জানান, গত এক মাস আগে তিনি হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খুঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ আমাদের সন্তানকে ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত। সেই সাথে ধন্যবাদ জানায় শার্শা উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা, আনসার সদস্য সহ সহযোগী সকলকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উদ্ভাবক মিজানুর রহমান।
শিরোনাম:
- এম এ রশিদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের দাফন সম্পন্ন
- যশোরে হত্যাচেষ্টা মামলায় আটক ৪
- ছেলের নির্যাতনে পিতার মৃত্যুর অভিযোগ, জামাইয়ের মামলায় আড়াই মাস পর তোলা হলো বৃদ্ধের লাশ
- মধ্যেরাতে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যশোরে আ’লীগ নেতা বাবুলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, আটক ২
- যশোর জেলা জমঈয়ত শুব্বানের সভাপতি এনামুল, সেক্রেটারি হান্নান
- ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই নিহত
