রফিকুল ইসলাম বিপ্লব, কেশবপুর
কেশবপুরের মৌচাষীরা সরিষা ফুলের খাটি মধু সংগ্রহ শুরু করেছেন। এ বছর উপজেলায় ২ শত মণ সরিষা ফুলের মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। আর এ মধু সংগ্রহের জন্য উপজেলার ৮টি স্থানে ১৭৮০ টি বাক্স সরিষার ক্ষেতে স্থাপন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার কেশবপুর উপজেলায় ২ হাজার ১শত ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করেছে কৃষকরা। আর এ সরিষার ফুলের খাটি মধু প্রতি বছর সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন মধু সংগ্রহকারী মৌচাষীরা।
উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে সন্নিকটে সরিষা ক্ষেতে সাতক্ষীরা কালীগঞ্জ থেকে আসা মৌয়ালেরা ১৭৫টি মৌমাছি বাক্স মধু সংগ্রহের জন্য বসানো ১৪ দিন পর মধু সংগ্রহ শুরু করেছে। কিন্তু এখনও পূর্ণাঙ্গরূপে সরিষা ফুলে মধু না আসায় উৎপাদন আশানুরূপ হয়নি। চাষিরা আশা করেছিলেন ১৫ মণ মধু হবে কিন্তু হয়েছে মাত্র ৫ মণ। স্থানীয় লোকজন মধু ক্রয় করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল। এর মধ্যে একজন ক্রেতা একমণ মধু কিনে নিয়ে যান ৩৫০ টাকা কেজি দরে। মধু ক্রেতা কেশবপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব জানান, মধু খুবই ভাল ও খাঁটি।
তিন জন মৌয়াল মুখে প্রোটেকশন ব্যবহার করে এক বাক্স থেকে আরেক বাক্স মধু সংগ্রহ করছে। মধু সংগ্রহকারী আব্দুস সাত্তার,আল আমিন শফিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, সরিষা ফুলের মধু সংগ্রহ করতে সরিষা ক্ষেতের কৃষকদের কিছু খরচ দিয়ে এ মধু সংগ্রহ করতে হয় আমাদের।
মৌয়ালেরা মধু সংগ্রহের জন্য সিরাজগঞ্জ জেলায় রওনা দিয়েছে। তারা এ মধু সংগ্রহ করে সংসারের জন্য জীবিকার তাগিদে বিভিন্ন জেলায় যেয়ে সরিষা ক্ষেতের মধু সংগ্রহ করে থাকে। আর মধু বাজারে বিক্রি করে সংসার চালান তারা।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মামুদা আক্তার বলেন, উপজেলায় ২ হাজার ১শত ৫০ হেক্টর জমিতে সরিষা চাষের আবাদ করেছে কৃষকরা। সরকারের দেয়া সরিষার বীজ ও সার ৪ হাজার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সরিষার ভালো বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আর এ সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য উপজেলার ৮টি স্থানে ১৭৮০ টি বাক্স সরিষার ক্ষেতে সংগ্রহ করে রেখেছে মধু সংগ্রহকারী মৌচাষীরা। এ সরিষার ফুল থেকে ২ শত মণ মধু উৎপাদন হবে তিনি জানান।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব