মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে মণিরামপুর-নেহালপুর সড়কের সাতনল-জোড়াপোল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর আলম উপজেলার পাড়িয়ালী গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল হক দফাদারের ছেলে। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত জাহাঙ্গীর ঢাকা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) শেষ করেছেন কিছুদিন আগে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ জাহাঙ্গীরের মরদেহ নিয়ে যায়।
জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই জাহিদুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন জাহাঙ্গীর। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। রাতে বাড়িতে ফোন করে স্বজনদের জানিয়েছেন, ভোরে মনিরামপুর বাজার থেকে তাকে যেন আনা হয়। এ জন্য রাত ৪টার দিকে বাড়ি থেকে লোকজন মনিরামপুর বাজারে এসে তার অপেক্ষায় থাকেন।
জাহিদুল আরও বলেন, ‘কিন্তু সকাল পর্যন্ত জাহাঙ্গীরের দেখা পাননি তারা। পরে সকাল ৮টার দিকে সাতনল-জোড়া পোলের পাশে জাহাঙ্গীরের মরদেহ পড়ে থাকার খবর পাই। তিনি আরও বলেন, এলাকায় জাহাঙ্গীরের কোনো শত্রু ছিল না। তিনি ঢাকায় ছাত্রলীগের রাজনীতি করতেন।
ইমরান নামে স্থানীয় এক যুবক বলেন, জাহাঙ্গীর আলম আমাদের এলাকার বড় ভাই। প্রায়ই তাঁর সঙ্গে কথা হতো। অনার্স শেষে সরকারি চাকরির জন্য অনেক দপ্তরে চেষ্টা করে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এর মধ্যে বিয়েও করেছেন। স্ত্রী ও এক ছেলে থাকায় ভালো চাকরি না পেয়ে ভেঙে পড়েছিলেন জাহাঙ্গীর ভাই।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক তদন্ত করে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সকালে লোকজন জাহাঙ্গীর আলমকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছেন, এমনটি জানতে পেরেছি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- যশোরে প্রশাসনের ‘নাকের ডগায়’ সকাল-সন্ধ্যা চলছে কোচিং সেন্টার
- ‘আল্লাহ এবার ফলনও দিলো, নিয়েও নিলো’ ‘সার ও সেচের দাম কিরাম করে দিবানে’
- প্রথম পর্বের শেষ ম্যাচে এক নম্বর ওয়ার্ড জয়ী
- পথচারীদের মাঝে ঠান্ডা শরবত ও স্যালাইনযুক্ত পানি বিতরণ
- মণিরামপুরে স্বরুপজান হত্যা : সৎ ছেলে জিসানের আদালতে জবানবন্দি
- যশোরে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত
- যশোরে চলন্ত বাসের যাত্রীকে অজ্ঞান করে লুট
- যশোর শহরে ১২ ঘন্টায় জামায়াতের সহযোগী সদস্য হলেন ৬৩৭ জন