নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করার লক্ষ্যে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নে আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তরফদার। গতকাল বিকেলে বহরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দোহাকুলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শওকত হোসেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জাপার যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন, ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, উপজেলা যুব সংহতির সভাপতি সোলাইমান শিকদার, কৃষক পার্টির সভাপতি মশিয়ার রহমান, পৌর সদস্য সচিব আব্দুল গফ্ফার, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি হাফিজুর রহমানসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
শিরোনাম:
- ফ্রান্স থেকে শিকড়ের সন্ধানে ফেরা তেহজিবের হৃদয়ে ‘চম্পাবতীর পালা’
- জমজমাট গদখালীর ফুলবাজার, দুই দিবসে দুই কোটি টাকার ফুল বেঁচাকেনা
- জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়- যশোরে মেঘমল্লার বসু
- বিজয়ের উষালগ্নে আজ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন
- যশোরে বাবার সামনেই উপর্যুপরি ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
- গণতন্ত্রর উত্তরণের পথ এখানো কুসুমাস্তীর্ণ নয় : অমিত
- মণিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
- চৌগাছায় ইউপি সদস্য দা’র আঘাতে আহত-৩
