ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনকে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য ও ঝিনাইদহ-২ আসনের নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীকের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় তাহজীব আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন আশফাক মাহমুদ।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে শহরের চাকলাপাড়ার পুরাতন হাটখোলার মসজিদ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে তাকে এ হুমকি দেওয়া হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওতে আশফাক মাহমুদ বলেন, ‘জেলা শহরের চাকলাপাড়ার পুরাতন হাটখোলার মসজিদ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে আমার ব্যবসায়ীক পার্টনার মামুনুর রশিদের সঙ্গে বসে কথা বলছিলাম। হঠাৎ তাহজীব আলম সেখানে তার লোকজন নিয়ে উপস্থিত হন। এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা যুবলীগ কর্মী আহাদ আলীকে মারধর করতে থাকেন। আমি বেরিয়ে এলে আমাকেও অকথ্য ভাষায় গালমন্দ করে এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কথা বলেন।’
তিনি আরও বলেন, এ সময় আমি তাকে বলি- জনগণ আপনাকে ভোট না দিলে আমার কী করার আছে? পরে তাহজীব আলম তার বডিগার্ডকে বলে- গুলি কর। এ সময় পাশের থাকা লোক এগিয়ে এলে আমাকে ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থকদের খুন-জখমের ভয় দেখিয়ে সেখান থেকে চলে যান।’
এ বিষয়ে আশফাক মাহমুদ বলেন, এ ঘটনার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি। সেখানে আমার বক্তব্য দেয়া আছে, আপনারা লিখতে পারেন।
অভিযোগের বিষয়ে জানার জন্য তাহীজব আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তার ব্যক্তিগত সহকারী রোকনুজ্জামান রিপন বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে থেকে দলের সব সুবিধা নিয়েছে আশফাক মাহমুদ। তিনি যুবলীগের নেতা হয়েও নৌকার বিপক্ষে অবস্থান নেয়ায় তাহজীব আলমের সঙ্গে তার কিছু কথা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তবে গুলি করা হবে এ ধরনের অভিযোগ সত্য না। দলের সিনিয়র নেতা এমন করলে একজন নৌকার প্রার্থী তাকে কিছু কথা বলতেই পারেন।’
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন জানান, আশফাক মাহমুদ একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগ একজন দিতেই পারে। সেটি তদন্ত শেষ হলেই বোঝা যাবে আসলেই ঘটনা কী।
শিরোনাম:
- গণঅধিকার পরিষদের যশোর জেলা কমিটি গঠন
- সুন্দরবনের গরান ও জ্বালানী কাঠ কাটার দাবিতে সংবাদ সম্মেলন
- ঝুমঝুমপুর সমাজ কল্যাণ সংস্থার কম্বল বিতরণ
- জয়তীর স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
- তারুণ্যের সঙ্গে অভিজ্ঞদের মিশেলে আসছে নতুন দল
- বিবর্তন যশোরের নতুন সভাপতি চপল সম্পাদক রনি
- প্রেসক্লাব চৌগাছার নেতৃত্বে জাফর-আজিজুর
- যশোরে ছাত্রলীগের নৈরাজ্য রুখে দিতে দিনভর ছাত্রদলের অবস্থান কর্মসূচি