নড়াইল প্রতিবেদক
আরেকবার এলাকার মানুষের সেবক হওয়ার সুযোগ চেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এজন্য আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মাশরাফি বলেন, ‘আমাকে যদি কাজ করার সুযোগ দেন, আজ থেকে ৫-৭ বছর পরে আপনারাই বলবেন ছেলেটা কিছু করে গেছে।’
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় বক্তব্য শেষে তিনি একই ইউনিয়নের দারিয়াপুর, হোগলাডাঙ্গা ও গোপালপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ (লোহাগড়া ও সদর) আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি এবারও এই আসনে আওয়ামী লীগের প্রার্থী।
ভোটারদের উদ্দেশে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আগামী ৭ জানুয়ারি সবাই ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। আমি আমার ভোট তো চাইব। ভোট চাওয়ার জন্যই এসেছি।’
তিনি বলেন, ‘অন্য দশজন চাওয়া আর আমি চাওয়ার মধ্যে তো পার্থক্য আছে। যে প্রার্থী তারই তো চাইতে হবে। আপনাদের আহ্বান করছি, আমার জন্য না আপনাদের জন্য, আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য নৌকা মার্কায় ভোটটি দিয়ে দলমত নির্বিশেষে আমাকে কাজ করার সুযোগ দিন। যদি সুযোগ দেন আজ থেকে ৫-৭ বছর পরে আপনারা বলবেন ছেলেটা কিছু করে গেছে।’
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী