বিবি প্রতিবেদক
যশোর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, নির্বাচনী প্রচারণাকালে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের সকল নেতাকর্মী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। তাদের কাছ থেকে উৎসাহ পাচ্ছি। আমরা সরকারের উন্নয়নের তথ্য দিচ্ছি এবং তাদের দাবি দাওয়া শুনে বিবেচনার আশ্বাস দিচ্ছি। আগামী ৭ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমার বিশ্বাস, দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করবে।
বুধবার বেলা সাড়ে ১১টায় এলাকাভিত্তিক প্রচারণায় নামেন যশোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা শুরুতে যশোর শহরের বকুলতলায় দলিল লেখক সমিতি ও অটো থ্রি হুইলার সমিতির কার্যালয়ে গিয়ে নেতা-কর্মীদের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এরপর শহরের খড়কি এলাকায় কর্মীসভায় অংশ নেন। পরে ওই এলাকায় ও বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি শান্তি-সম্প্রীতির ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সরব প্রচারণা চালান।
গণসংযোগকালে কাজী নাবিল আহমেদের সাথে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলমসহ দলের বিভিন্ন পর্যায়েরর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন কাজী নাবিল আহমেদের সহধর্মিনী ডা. মালিহা মান্নান। আরবপুর মোড়ে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার।
শিরোনাম:
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা
- অভয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
- যশোরে বলাৎকারে অভিযুক্ত রনি আটক