বিবি প্রতিবেদক
সংগঠনের জেলা সহ-সভাপতির পিতার দাফন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের মারপিটের শিকার হয়েছেন সরকারি এম এম কলেজ ছাত্রদলের তিন নেতা-কর্মী। গতকাল বিকেলে শহরের কারবালা কবরস্থানের পাশেই এ মারপিটের ঘটনা ঘটে।
আহতরা হলেন- এমএম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটন দরফদার ও ছাত্রদল কর্মী জিহাদ হোসেন। আহতদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর সরকারি এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম জানান, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি সাইফুজ্জামান রাজের পিতার দাফন সেরে কারবালা কবরস্থান থেকে তারা রিকশাযোগে ফিরছিলেন। কারবালা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাদের ওপর ৫ থেকে ৭ জন সন্ত্রাসী হামলা করে। হামলাকারীরা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বিল্টু, টিটন তরফদার ও ছাত্রদল কর্মী জিহাদ হোসেনকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। হামলাকারীরা এম এম কলেজ শাখা ছাত্রলীগ নেতা-কর্মী বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, জাহিদুল ইসলাম বিল্টু ও টিটন তরফদার মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদের মাথার সিটি স্ক্যান করতে বলা হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।
হামলার বিষয়ে এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ ইমাম হাসান বলেন, সরকার বিরোধী নিয়মিত কর্মসূচি পালনের কারণে তারা ছাত্রলীগ সন্ত্রাসীদের রোষানলের শিকার হয়েছেন।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়