ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় একজন ইউপি সদস্যকে মারপিটের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত তানিয়া সুলতানা গঙ্গানন্দপুর ইউনিয়নের ১, ২ ও ৩ সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। বর্তমানে তিনি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
তিনি অভিযোগ করেন, ভোটের দিন স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন বিল্টুর সাথে দত্তপাড়া স্কুল কেন্দ্রে উত্তপ্ত কথা কাটাকাটি হয় তার। সেই ঘটনার জেরে শনিবার সকালে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের হান্নান হোসেন, মান্নান হোসেন এবং পিয়ার হোসেন তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাঁশ ও কোদাল দিয়ে তাকে আঘাত করেন। এতে তার হাঁটুর নিচে কেটে গেছে। এছাড়া তার মাথা ও কোমরের নিচে আঘাত করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভোটে হারার পর থেকেই ট্রাক মার্কার নেতারা বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের মারামারি করার উস্কানি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। অথচ নবনির্বাচিত সংসদ সদস্য কোনরূপ সহিংসতা না করতে মাইকিং করে নির্দেশ দিয়েছেন।
আহত ইউপি সদস্যের ছেলে শাকিল হোসেন জানান, তার মা নিজেদের ক্ষেত ট্রাক্টর দিয়ে চাষের জন্য দাঁড়িয়েছিলেন। এ সময় তার উপর অতর্কিত হামলা করা হয়। বিষয়টা থানা পুলিশকে জানানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে লিখিত অভিযোগ করা হবে।
এদিকে ঘটনা জানার পরেই ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ইউপি সদস্যকে দেখতে যান নবনির্বাচিত সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন।
ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, ঘটনা শোনার পরই তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বাড়িতে গিয়ে খোঁজা হয়েছে। তারা সকলেই পলাতক। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
শিরোনাম:
- পরিচয়বিহীন তিন রোগী নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ
- জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন
- যশোরে পবিত্র আশুরা স্মরণে শোক র্যালি ও আলোচনা
- যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন, বিচার চেয়ে ভাইয়ের সংবাদ সম্মেলন
- নাশকতা মামলায় শার্শা আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে
- যশোরে যৌথবাহিনীর অভিযানে চাকুসহ আটক ৫
- ওসির প্রত্যাহারের পর বরখাস্ত স্বেচ্ছাসেবকদল নেতাও
- ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা : চারজনের ফাঁসি