রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাঁপা সরকারি বাঁওড়টি খননের অভাবে মরাখালে পরিণত হয়েছে। বর্তমানে বাঁওড়টি গোচারণভূমিতে পরিণত হওয়ার পাশাপাশি মমাছ চাষের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে বাঁওড়ের পানি শুকিয়ে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। ,মাছ চাষের অনুপযোগী হয়ে পড়েছে। সুপরিচিত এ বাঁওড়টি কপোতাক্ষ নদের অংশ। বাঁওড়ের উপর নির্মিত ভাসমান সেতুটি বিশ^ব্যাপি পরিচিত। বাঁওড়টিতে পাকিস্তান আমল থেকে সরকারিভাবে মাছ চাষ হয়ে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে খনের অভাবে বর্তমানে বাঁওড়টি মরাখালে পরিণত হওয়ার পাশাপাশি গোচারণভূমিতে পরিণত হয়েছে। একই সাথে হয়ে পড়েছে মাছ চাষের অনুপযোগী। ঝাঁপা গ্রামে চারিপাশে বাঁওড় গ্রামটি ব-দ্বীপ আকার। ঝাঁপা গ্রামের অংশ নদের দুই মুখ বন্ধ করায় সৃষ্টি হয়ে বাঁওড়টির। রাজগঞ্জ ঝাঁপা, হরিহরনগর, পারখাজুরা, খেদাপাড়া, সাধীপুর, সরকারি বাঁওড়সহ উপজেলায় ৭ থেকে ৮টি বাঁওড় আছে। এর মধ্যে ঝাঁপা বাওড়টির আয়তন ২৪৫.৭১ হেক্টর। ১৯৩০ সালের ঝাঁপা গ্রামের জমিদারী উচ্ছেদের আগ পর্যন্ত এটি ঝাঁপা গ্রাম জমিদারদের নিয়ন্ত্রণে ছিল। ওই বংশের শেষ জমিদার মারা যাওয়ার পর এই বাওড়টি প্রভাবশালী একটি সিন্ডিকেটের দখলের চলে যায়। দেশ স্বাধীনের পর সরকারিভাবে মাছ চাষ করতে থাকে এলাকাবাসী। বর্তমান ঝাঁপা বাঁওড় কমিটির সুধাংশু সভাপতি, সাধারণ সম্পাদক সাধন হালদার। ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন গোপাল সিং নামে এক ব্যক্তি। তিনি বলেন, এক সময় এখান থেকে বড় বড় জাহাজ যাতায়াত করতো। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ ঝাঁপা বাঁওড় উদ্বোধন করেন। এই বাঁওড়ে বিভিন্ন সরকারের আমলে মৎস্য মন্ত্রীর আগমন ঘটেছে। বর্তমানে মৎস্যজীবীরা হতাশা গ্রস্থ হয়ে পড়েছে। বাঁওড়টি এই অবস্থায় থাকলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয় বলে মৎস্যজীবীদের নেতা সাধন হালদার জানিয়েছেন। ঝাঁপা বাঁওড় ম্যানেজার গোপাল সিং বলেন-বাঁওড়ে অধিকাংশ জায়গা ডাঙ্গা হয়ে গেছে, লক্ষ্যমাত্রা অর্জন করা দূরহ ব্যাপার। তবে খনন কাজ করা হলে লক্ষমাত্রা বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন এ বিষয়ে একাধিকবার মৎস্য অধিদপ্তরের লোকজন দেখলেও কোন সুরাহা হয়নি।
শিরোনাম:
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার
- উপশহর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
- ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’
- যশোরে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার শো রুম উদ্বোধন
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস