বিবি প্রতিবেদক
চালসহ সকল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করতে নির্দেশ দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। গতকাল সকালে যশোর কালেক্টরেট অমিত্রাক্ষর সভাকক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় যশোর পৌরসভার উদ্যোগে শহরে ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ করার এক ঘণ্টার মধ্যে আবার দোকান বসে বলে অভিযোগ করে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, পৌরসভার লোকজনের সিন্ডিকেটের কারণে ফুটপাতের অবৈধ দখলদার মুক্ত হচ্ছে না। পৌরসভার এই সিন্ডিকেট টাকার বিনিময়ে ফুটপাতে দোকান বসায়। এবং উচ্ছেদের আগেই এসব দোকানগুলোকে জানিয়ে দেয়া হয় অভিযানের খবর। ফলে উচ্ছেদের সময় ফুটপাতের এসব দোকানদার পালিয়ে যায়। অভিযানের শেষে আবারও তারা দোকান দিয়ে বসে ওই সব জায়গাতে।
এ ব্যাপারে যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ এবং ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকসিমুল বারী অপু বলেন, আমরা স্থায়ীভাবে এ সমাধান করতে চাই। পৌরসভা সব সময় প্রস্তুত শহরের ফুটপাত উচ্ছেদের জন্য। তিনি আরও বলেন, শহরের ফুটপাত উচ্ছেদের জন্য পৌরসভা শ্রমিক দিয়ে থাকে। ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে কাজ করি আমরা। এর বাইরে কিছু করার নেই।
অন্যদিকে, সপ্তাহে প্রতি মঙ্গলবার ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাতে সবজি বিক্রি করা হচ্ছে। এ সবজি সরাসরি কৃষকের কাছ থেকে কিনছে উপজেলা প্রশাসন। এর ফলে ঝিকরগাছায় সবজি বাজারে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় যশোরে বাজারে পেঁয়াজের দাম ৮ থেকে ১০ দিনের মধ্যে নিয়ন্ত্রণ আসবে। তবে চালের বাজার ঊর্ধগতিতে রয়েছে। বাজার নিয়ন্ত্রণে কাজ করতে নির্দেশ দেন জেলা প্রশাসক।
এদিকে, কেশবপুরে সাগরদাঁড়িতে মধু মেলা ঘিরে বিভিন্ন সময়ে জুয়া ও অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা হয়ে থাকে। এবার যেনো না হয় তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সাথে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এবং পুলিশ প্রশাসনের নজর দারি বৃদ্ধি করা হবে বলে জানানো হয়। অন্যদিকে মাদক কারবারীরা সমাজে টাকা দিয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। এসব মাদক কারবারীদের প্রতিরোধ করতে নির্দশ দেয়া হয়। এছাড়াও স্কুল কলেজের ছেলে মেয়েরা অযথা পার্ক বসে আড্ডা দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশ দেয়া হয়। স্কুল কলেজ চলাকালীন কোচিং সেন্টার বন্ধ থাকে না। এজন্য শিক্ষার্থীরা স্কুল কলেজে না এসে কোচিং সেন্টারে সময় দেয়। মনিটরিং করার জন্য ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা সর্বক্ষণিক মনিটরিং করবে।
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, যশোর র্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজার মোহাম্মদ সাকিব হোসেন, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদেক রাসেল, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোটন, যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ এবং ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকসিমুল বারী অপু প্রমুখ।
শিরোনাম:
- মণিরামপুরে বাসের ধাক্কায় নিহত ২, বাসচালক আটক
- মাগুরায় জামায়াতে ইসলামীর দ্বায়িত্বশীল সমাবেশ ও জেলা কার্যালয় উদ্বোধন
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা