বাংলার খেলা প্রতিবেদক
জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ৫২তম আসরের যশোর জেলা পর্যায়ে শুরু হয়েছে। গতকাল প্রথম দিনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়। যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বালক বিভাগে সেরা হয়েছে ব্যাডমিন্টন ছাত্র একক ও দ্বৈত প্রতিযোগিতায় সেরা হয়েছে যশোর জিলা স্কুল। এককে জিলা স্কুলের হুজাইফা রহমান সেরা হয়েছে। দ্বৈত আশরাফুল ইসলাম শুভকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। ব্যাডমিন্টনের বালিকা বিভাগের দুটিতেই যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। এককে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মার্গারেট মুগ্ধ বিশ^াস। দ্বৈতে মুগ্ধের সঙ্গী ছিল নাজিয়াওতুল নওরিন।
জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ব্যাডমিন্টন ছাড়াও হকি ও বালক ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপশহর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বালক হকিতে একমাত্র প্রতিযোগি হিসেবে জেলা চ্যাম্পিয়ন হয়েছে যশোর জিলা স্কুল। বালিকা হকিতে সেরা হয়েছে কেশবপুরের গড়ভাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এদিন ছাত্র ক্রিকেটের চারটি ম্যাচ সম্পন্ন হয়েছে। এই চারটি ম্যাচে জয়ী হয়েছে মণিরামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শার্শা উপজেলার জামতলা মাধ্যমিক বিদ্যালয় ও সদরের নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট। জয়ী স্কুলগুলো বুধবার সেমিফাইনালে খেলবে।
প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত পাঁচ ওভারে দুই উইকেট হারিয়ে ৬৪ রান করে মণিরামাপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়। পরে জবাবে তিন উইকেট হারিয়ে ৮৫ রান করে বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়। মণিরামপুরের স্কুলটি জয় পায় পাঁচ রানে।
দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নির্ধারিত পাঁচ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৫৪ রান করেন। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে এক উইকেট হারিয়ে ৪৩ রান করে শার্শা উপজেলার পূর্বাচল জামতলা মাধ্যমিক বিদ্যালয়। ফলে কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানটি জয় পায় ১১ রানে।
তৃতীয় ম্যাচে টস জিতে ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাই স্কুল তিন উইকেট হারিয়ে ৩২ রান করে। লক্ষ্য তাড়ায় নেমে তিন ওভার এক বলে একটি উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে শার্শা উপজেলার জামতলা মাধ্যমিক বিদ্যালয়।
দিনের শেষ ম্যাচে সদরের নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে ৯৪ রানের দলীয় ইনিংস গড়ে। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে এক উইকেট হারিয়ে ৭৬ রান করে চৌগাছা উপজেলার নারায়ণপুর বি ইউ মাধ্যমিক বিদ্যালয়।
আজ প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্র থেকে জানানো হয়েছে।
এর আগে সকালে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন।
শিরোনাম:
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা
- অভয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
- যশোরে বলাৎকারে অভিযুক্ত রনি আটক