মাগুরা প্রতিনিধি
অতি দরিদ্রের কর্ম সংস্থান কর্মসূচি (ইজিপি) বা ৪০ দিনের কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পরও শ্রমিকের মজুরি দেওয়া হয়নি। দীর্ঘদিন মজুরি না পেয়ে তাদের মধ্যে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।
গত বছর ১১ নভেম্বর এ কর্মসূচি মাগুরা জেলার ৪ উপজেলার ৩৬টি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে একযোগে শুরু হয়। শেষ হয় চলতি মাসের ৩ তারিখে। নিয়ম অনুযায়ী একজন শ্রমিক প্রতিদিন চারশত টাকা ও সুপারভাইজার প্রতিদিন চারশত পঞ্চাশ টাকা পাবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার শ্রমিকদের মজুরি পরিশোধ করার কথা। কিন্তু কাজের মেয়াদ শেষ হওয়ার পরও তাদের পারিশ্রমিক দেয়া হচ্ছে না।
এদিকে, শ্রমিকদের মুজরি পরিশোধিত না হওয়ায় প্রতিবেশি শ্রমিকদের কারণে বিপাকে আছেন প্রকল্পের পিআইসি ইউপি সদস্যবৃন্দ।
এ ব্যাপার শালিখা উপজেলা ত্রাণ কর্মকর্তা রাজিবুল ইসলাম বলেন সরকারের নির্দেশ অনুসারে সময়মতো প্রকল্পের কাজ শেষ করেছি। সরকার মজুরির টাকা দিলেই আমরা দিয়ে দেবো। যেহেতু অনলাইনে পেমেন্ট তাই শ্রমিকের পারিশ্রমিক দিতে কোন অনিয়ম হবে না।
জেলা ত্রাণ কর্মকর্তা মোহম্মদ নুরুজ্জামানকে কয়েকবার ফোন করলেও তিনি ফোনটি ধরেননি।
শিরোনাম:
- যশোরে অস্ত্রসহ ১৭ মামলার আসামি ইমলাক আটক
- সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে যশোরে মানববন্ধন
- নিজের বিচার দাবিতে কলেজ শিক্ষকের অবস্থান কর্মসূচি
- অভয়নগরের ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটক-১
- যশোর করোনারি কেয়ার ইউনিটে মিলবে জীবন হুমকির সম্মুখীন রোগীর সেবা
- জেডিএস’র এডহক কমিটিতে কাজী ইনাম: প্রতিবাদে স্মারকলিপি, ঘেরাও
- অনলাইনে প্রতারণায় ৪৭ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্য আটক
- যশোরে দুই স্কুল ছাত্র ছুরিকাহত