বিবি প্রতিবেদক
পুলিশের বাঁধা উপেক্ষা করে যশোরে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের এক দাবিতে কালো পতাকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল দুপুর ২টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে এই মিছিল বের হয়।
দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলের আগে জেলা ও উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম তার বক্তব্যের শুরুতে বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, আমাদের লড়াই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার লড়াই।
অধ্যাপক নার্গিস দলের চেয়ারপার্সন বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বক্তব্য শেষে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে কিছু দূর যেতেই শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালের সামনে গিয়ে পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশের বাঁধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে দিতে থাকে। মিছিলটি শহরের মাইকপট্টি, চৌরাস্তা ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান, মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন, শার্শা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, যশোর নগর বিএনপির সাধারণ এহসানুল হক সেতুসহ জেলা ও আট উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেয়।
বাঁধার দেয়ার বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ বিএনপি কর্মসূচিতে কোন বাঁধা দেয়নি।
শিরোনাম:
- বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে যশোর গণহত্যা দিবস স্মরণ
- যশোরে জাগপার ৪৫ বছর পূর্তি উদযাপন
- যশোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
- যশোর শহরের ফুটপাতে শরবত বিক্রির হিড়িক
- মসজিদ কমিটির টাকার হিসাব নিয়ে যুবদল নেতা খুন
- টোল ফ্রিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স র্যালি ও বিক্ষোভ
- ‘কেন্দ্রীয় কৃষকদল নেতাকে এমপি বানাতে একট্টা’র ঘোষণা আ’লীগ চেয়ারম্যানদের, ভিডিও ভাইরাল
- `ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান’