নাজমুল হুদা
নবীন-প্রবীণ এক প্রাণ স্লোগানে সাঙ্গ হলো যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির দুই দিনের পুনর্মিলনী উৎসব।আজ (শনিবার) সমাপনী দিনে শোভাযাত্রা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতোয়ারা হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস। শৈশবের স্মৃতি হাতড়ে অনেকেই আবেগ তাড়িত হয়ে পড়েন। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে কেউ কেউ আনন্দে কেঁদেছেন। একে অপরের আলিঙ্গনে বন্ধু কেমন আছিস বল, কতদিন দেখি নাই তোকে। এমন আড্ডায়ও মেতেছেন অনেকেই। দুইদিনের উৎসবজুড়ে ছিলে প্রাণের উচ্ছ্বাস।
যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী মিলনমেলায় অংশগ্রহণকারীরা শনিবার সারা দিন ভেসে বেড়িয়েছেন স্মৃতির ভেলায়। স্কুলের ১৮৬ বছর উদযাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনীকে তারা প্রাণের মেলা হিসেবে আখ্যা দিয়েছেন। দিনভর স্মৃতির ভেলায় ভাসতে ভাসতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। পুনর্মিলনীর প্রথম দিন শুক্রবার বিকেল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর দ্বিতীয় দিন শনিবার জনপ্রিয় ব্যান্ড মাইল্স্ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দুইদিনের মিলন মেলা শেষ হয়।আজ (শনিবার) সকাল সাড়ে ৮টা থেকেই জড়ো হতে থাকেন জিলা স্কুলের সাবেক ও প্রাক্তন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯টার মধ্যে মিলনমেলায় পরিণত হয় জিলা স্কুলের মাঠটি। অনেকেই এসেছিলেন পরিবারের সদস্যদের নিয়ে। তাদের আগমনে উৎসবে মেতে উঠে পুরো মাঠ। এর বিভিন্ন বুথ থেকে টি শার্টসহ রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্ধারিত বিভিন্ন উপহার গ্রহন করে সবাই। এর বিভিন্ন ব্যাচে ভাগ ভাগ হয়ে বাহারি সাজ, বাঁশি রঙিন বেলুন হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে স্লোগানে শোভাযাত্রায় অংশ নেয় নবীন-প্রবীণ শিক্ষার্থীরা।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে। এর পর উচ্চ সাউন্ডে বাজতে থাকে ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানটির সুরে নবীণ-প্রবীণরা নাচতে শুরু করেন। এর জিলা স্কুলের থিম সং, সংগ্রামী গান, হিন্দি গানসহ সময়ের জনপ্রিয় সব গানে নাচতে দেখা যায়। কেউ আনন্দে আত্মহারা হয়ে উঠেন, কেউ স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে কেঁদে ফেলেন। এভাবে চলে সকাল, দুপুর গড়িয়ে বিকাল। গল্প, আড্ডা, স্মৃতিচারণসহ ফেলে আসা দিনগুলো স্মরণ করেন জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, অধ্যাপক, চিকিৎসক এককথায় সবাই ছিলেন। প্রাক্তন শিক্ষার্থীদের কেউ কেউ এসেছেন স্ত্রী-সন্তানদের নিয়ে। ছোটবেলার স্কুলের ক্লাসরুম আর বারান্দায় চোখ বুলিয়ে এ সময় অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন। চলছে আড্ডা, ছবি তোলা, গানের তালেতালে নাচ আর হইহুল্লোড়।
যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি এ জেড এম সালেক জানান, আমাদের মিলনমেলায় নেই কোনো দলাদলি। নেই কোনো বড়-ছোটর ভেদাভেদ। সবার পরিচয় একটাই। আমরা সবাই যশোর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। এমন একটি মিলনমেলায় এসে মনটা ভরে গেল।
মিলনমেলায় অংশ নিয়ে স্মৃতিচারণ করে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক বলেন, ‘বহু বছর পর বিদ্যালয়ের পরিচিত মুখগুলো একসঙ্গে আজ। ছোটবেলার সেই রঙিন দিনগুলো বারবার মনে পড়ছে। এই মিলনমেলা যেন আমাদের সামনে এগিয়ে চলার শক্তি আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।’ স্মৃতিচারণ করে ১৯৬০ ব্যাচের গোলাম ফারুক বলেন, ‘অনেক বয়স হয়ে গেছে। জানি না কতদিন আর বাঁচবো। এমন আয়োজন যেন আমাকে আরও বেশি দিন বাঁচিয়ে রাখার প্রেরণা জোগাল।’ এসএসসি-৯০ ব্যাচের নজরুল ইসলাম বলেন, এখানে আসার পর থেকে স্মৃতির ভেলায় ভাসছি। বারবার মনে পড়ছে ছাত্রজীবনের নানান স্মৃতি।’
জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়েব আলী বলেন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার খরচ দেয়া হয়, বৃত্তি দেয়া হয়। এই পুনর্মিলনীতে অংশ নেয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতার কথা জানান।
শুক্রবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারসহ অতিথিবৃন্দরা ১৮৬ টি বেলুন উড়িয়ে দুই দিনব্যাপি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণা, আড্ডা, প্রাক্তন শিক্ষক সংবর্ধনা ও বর্তমান শিক্ষক পরিচিতি, বৃত্তি প্রদান, পৃষ্ঠপোষক সম্মাননা, র্যাফেল ড্র, আতশবাজি ও সাংস্কৃতিক। অনুষ্ঠানে সেনা কর্মকর্তা, আইনজীবীসহ দেশের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত দুই হাজার বর্তমান ও প্রাক্তন ছাত্র ও তাদের স্বজনরা অংশ নেন। ১৮৩৮ সালে যশোর জিলা স্কুল প্রতিষ্ঠিত হয়।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা