বিবি প্রতিবেদক
যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শহীদ কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা ও কেককাটা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাসদের কার্যকরী সভাপতি মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপ-প্রধান অ্যাডভোকেট রবিউল আলম। সভাপতিত্ব করেন কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু ও ডেপুটি কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হোসেন।
বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদ রহমান। সঞ্চালনা করেন কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের সাধারণ সম্পাদক সাংবাদিক সাজ্জাদ গনি খাঁন রিমন।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ১ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলায় নানি বাড়িতে জন্মগ্রহণ করেন কর্নেল জামিল উদ্দিন আহমেদ। যিনি কর্নেল জামিল নামেই বেশি পরিচিত। ১৯৭৫ এর ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব হিসেবে কর্তব্যরত অব¯’ায় ঘাতকের গুলিতে নিহত হন তিনি। তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ২০০৯ সালে তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে সরকার। সেনাবাহিনীও তাদের এই বীর সেনাকে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা দিয়ে সম্মানিত করে।
জামিল উদ্দিন আহমেদের বাবা নির্বাহী ম্যাজিস্ট্রেট বদর উদ্দিন আহমেদ গোপালগঞ্জ ছেড়ে যশোর শহরের ঘোপ এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জামিল উদ্দিন আহমেদ যশোর জিলা স্কুলের ছাত্র ছিলেন।
শিরোনাম:
- পাইকগাছায় কমিটি গঠন দ্বন্দ্বে সংঘর্ষ,থানায় মামলা
- যশোরে দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
- সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার
- ‘যশোর স্পেশাল’ ট্রেন ভরে ঢাকায় গেছেন হাজার হাজার নেতাকর্মী
- আনন্দ-উচ্ছ্বাস, প্রার্থনা মিলনমেলার আবহ যশোরে চার্চে, খ্রিষ্টান পল্লীতে
- যশোরে তিনটিতে প্রার্থী বদল বিএনপির, ৯ বঞ্চিতও নিলেন মনোনয়নপত্র ‘বিদ্রোহীর’ শঙ্কা!
- এক ম্যাচ বাকি থাকতেই নারী বিভাগে চ্যাম্পিয়ন মোহসেনা
