বিবি প্রতিবেদক
যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শহীদ কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা ও কেককাটা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাসদের কার্যকরী সভাপতি মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপ-প্রধান অ্যাডভোকেট রবিউল আলম। সভাপতিত্ব করেন কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু ও ডেপুটি কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হোসেন।
বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদ রহমান। সঞ্চালনা করেন কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের সাধারণ সম্পাদক সাংবাদিক সাজ্জাদ গনি খাঁন রিমন।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ১ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলায় নানি বাড়িতে জন্মগ্রহণ করেন কর্নেল জামিল উদ্দিন আহমেদ। যিনি কর্নেল জামিল নামেই বেশি পরিচিত। ১৯৭৫ এর ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব হিসেবে কর্তব্যরত অব¯’ায় ঘাতকের গুলিতে নিহত হন তিনি। তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ২০০৯ সালে তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে সরকার। সেনাবাহিনীও তাদের এই বীর সেনাকে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা দিয়ে সম্মানিত করে।
জামিল উদ্দিন আহমেদের বাবা নির্বাহী ম্যাজিস্ট্রেট বদর উদ্দিন আহমেদ গোপালগঞ্জ ছেড়ে যশোর শহরের ঘোপ এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জামিল উদ্দিন আহমেদ যশোর জিলা স্কুলের ছাত্র ছিলেন।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব