অভয়নগর সংবাদদাতা:
যশোরের অভয়নগরে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক শিক্ষক সমন্বয় সভায় যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ও ডা. সাফিয়া খানম। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মঈন উদ্দিন খান ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি হেলাল উদ্দিন।