সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় আশাশুনি উপজেলার অসহায়-শারীরিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
আজ (শনিবার) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার আশাশুনি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের আয়োজনে ১২২ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ড.আবু ইউসুফ মোহাম্মদ আব্দল্লাহ তার নিজস্ব অর্থায়নে এ সব হুইল চেয়ার বিতরণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন সে বিষয়ে জনসচেতনা তৈরি করতে হবে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি এনএম বি রাশেদ সরোয়র শেলী, সাধারণ সম্পাদক মতিলাল সরকার, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক,এ্যাড আবুল কালাম আজাদ, কপোতাক্ষ কৃষি ও বনায়ন সমবায় সমিতি খরিয়াটি শাখার চেয়ারম্যান আওছাফুর রহমান, খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রমজান আলী মোড়ল প্রমুখ।
এছাড়া জেলা ও উপজেলার প্রশাসনিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ, ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেলে আগুন
- বাঁচলো না উদ্ধার হওয়া মেছোবাঘটি
- বড় ভাইয়ের হাতে প্রাণ গেল শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই’র
- প্রেসক্লাব যশোরের ইফতার মাহফিল
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ
- দ্যোতনা সাহিত্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
- জুলাই-আগস্টে শহীদের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ
- গাজায় নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে যশোরে সংস্কৃতিকর্মীদের মানববন্ধন