এমদাদুল ইসলাম, কালীগঞ্জ থেকে
কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শিবলী নোমানী। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন।
সভাতে বক্তাগণ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার গুম বা হত্যাকান্ডের শিকার কিনা তা নিয়ে কালীগঞ্জের মানুষ উদ্বিগ্ন। তবে, এ নিয়ে কিছু মানুষ ব্যক্তিগত ফায়দা লুটতে বিভিন্ন এলাকায় পরিবেশ ঘোলাটে করছে। বক্তাগন এ বিষয়ে পৃলিশ প্রশাসনকে সজাগ হয়ে ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এছাড়াও আগামী ঈদ উল আজহা উপলক্ষে বাজারে ও গ্রামগঞ্জে চুরি ঠেকাতে পুলিশ বাহিনীকে জোরদার পদক্ষেপ নিতে আহব্বান জানান।
সভাতে আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউ পি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, মোদাচ্ছের হোসেন, অহিদুল ইসলাম অদু, আবুল কালাম আজাদ, নাসির চৌধুরী, সাংবাদিক নয়ন খন্দকার ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তবৃন্দ।