বাংলার ভোর প্রতিবেদক
স্ট্রেনদেনিং ক্লাইমেট স্মার্ট ভেজিটেবল এন্ড ফ্লাওয়ার ভেবেছেন ইন বাংলাদেশ (ইউ-১৭) প্রকল্পে কৃষকদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও পরিবেশ ভারসাম্য রক্ষায় সৌরবিদ্যুত চালিত সেচ পাম্প স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার হেইফার ইন্টারন্যাশনাল-বাংলাদেশের সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশনের অথায়নে যশোর সদর উপজেলার ৩টি ইউনিয়নে (কাশিমপুর, কচুয়া ও নওয়াপাড়া) বাস্তবায়িত এ পাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ১৩ নং কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান দাপকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত তরফদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৌরবিদ্যুত চালিত সেচ পাম্পের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমবে। এতে উৎপাদন বাড়বে কৃষক ও বাঁচবে। তিনি আরো বলেন, এই স্থাপনাটি আমাদের কৃষির ক্ষেত্রে একটি মাইলফলক এটির যথাযথ সংরক্ষণ নিশ্চিত করতে হবে আমাদের কৃষকদের।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আবু তালহা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, সহকারী প্রকৌশলী বিএডিসি (সেচ) জাকির হোসেন প্রমুখ।