কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার রাতে উপজেলার চাঁদপাড়া গ্রামের মাঠে ঘটনাটি ঘটে।
জানা যায়, কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া মাঠের উপর দিয়ে যাওয়া রেল লাইনের পাশেই পড়ে ছিল অজ্ঞাত যুবকের মৃত দেহ। যার বয়স ৩০ বছর বলে ধারণা। ওই যুবকের গায়ে ছিল আকাশি রংঙ্গের গেঞ্জি, পরনে ছিল ডোরা কাটা লুঙ্গি আর পায়ে ছিল বার্মিজের এক জোড়া স্যান্ডেল। মৃতের শরীর ও মাথার কয়েক জায়গায় ক্ষতের চিহৃ আছে।
তবে কোথাও কোন রক্তের চিহৃ দেখা মেলেনি। কোটচাঁদপুর রেলওেয়ের স্টেশন মাস্টার দিপংকর সাহা বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরেছি। সংবাদদাতার ভাষ্যমতে ওই যুবক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে কোন ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে সেটা সঠিক করে বলা সম্ভব না।
তিনি বলেন, আমরা খবর পাওয়ার পর যশোর রেলওয়ে পুলিশে জানিয়েছি। তারা এসে যা করার করবেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি যদিও রেলের, তারপরও কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
যশোর রেলওয়ে পুলিশের এসআই মনিতোষ কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হবে। এরপর ময়না তদন্তের পর বিস্তারিত পাওয়া যাবে।