মাগুরা সংবাদদাতা
মাগুরায় রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার পারনান্দুয়ালী ও শহরের একতা কাঁচাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় জেলা শহরের পারনান্দুয়ালী মুন্সিপাড়া শরীফ শাহিনুর রহমানের রাজ এন্টারপ্রাইজে অবৈধভাবে খোলা তেল বোতলজাত করে অধিক মূল্যে বিক্রির অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া একতা কাঁচাবাজারে মেসার্স নিউ বাণিজ্যালয়কে দশ হাজার এবং মেসার্স হামীম ভান্ডার দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম। এছাড়া জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা রবিউল ইসলাম, আলমগীর হোসেন ও সদর থানা পুলিশের একটি টিম।