বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণ তাদের কাঙ্খিত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। তারা গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হতে চায়। কারণ তারা জানে গণতান্ত্রিক সরকারই পারে তাদের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে। জনগণের সেই কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন পূরণে বিগত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত ঝরিয়েছি। সেই কাক্সিক্ষত বাংলাদেশ এখনো জনগণ প্রত্যক্ষ করেনি।
সোমবার রাতে নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের রেল স্টেশন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
সমাবেশে তালবাড়িয় ডিগ্রি কলেজের শিক্ষক জিনাত রেনুমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সামবেশে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।