ঝিকরগাছা সংবাদদাতা
মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা মোতাবেক ৭ মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ইটভাটা মালিক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি জমা দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তারা।
মঙ্গলবার বেলা ১১টার সময় স্থানীয় বি.এম হাইস্কুলের মাঠে উপজেলার ১৮টি ইটভাটার মালিক-শ্রমিকরা জড়ো হয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, বিশ্বাস ব্রিকসের প্রোপ্রাইটর আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ও স্টার ব্রিকসের প্রোপ্রাইটর আব্দুস সালামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, নাভারন কুন্দিপুরের হিরা ব্রিকস, শংকরপুরের জয়েন্ট ব্রিকস, নিউ শাপলা ব্রিকস, সুপিয়া ব্রিকস, তাহের ব্রিকস, রানী ব্রিকস, কিং ব্রিকস, মজনু ব্রিকস, আর.কে ব্রিকস, নাভারণ ব্রিকস, সেলিম ব্রিকস, এফ.কে ব্রিকস, নিউ টাটা ব্রিকস, গোল্ড ব্রিক্সের মালিক ও শ্রমিকরা।
এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন – হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা ইটভাটা বন্ধ করে দিয়েছি। মিছিল সমাবেশ করেছি ৩ মাস ইটভাটা চালু রাখার জন্য। এর জন্য যদি হাইকোর্টের নির্দেশ অমান্যের অপরাধে মামলা হয় তা হোক। আমরা মামলা খাব। উল্লেখ্য, মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে গত ২৯/০১/২০২৫ খ্রি. তারিখে প্রদত্ত আদেশ ও ২৪/০২/২০২৫ খ্রি. তারিখের নির্দেশনায় ২৫/০২/২০২৫ইং তারিখে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বিপক্ষে বা সরকারি আইনের বিপক্ষে অবস্থান নিয়েছেন অবৈধ ইটভাটা মালিক-শ্রমিকবৃন্দ।
ঝিকরগাছা উপজেলায় ২১টি ইটভাটার মধ্যে ২০ ইটভাটা অবৈধ।