তারুণ্যের উৎসবের অংশ হিসেবে শনিবার দুপুরে জয়তী সোসাইটি পরিচালিত ১৬টি মহিলা উন্নয়ন সংগঠন ও ৩টি শাখা অফিসে সংশ্লিষ্ট এলাকার শিশু ও গর্ভবতী মায়েদের নিয়ে পুষ্টিকর খাবার রান্না শেখানো ও পুষ্টিকর খাবার খাওয়ানো অনুষ্ঠান হয়েছে।
নতুন জীবন মহিলা উন্নয়ন সংগঠনে ১৫০ জন, পরশমনি মহিলা উন্নয়ন সংগঠনে ১০০ জন, সুবর্ণ মহিলা উন্নয়ন সংগঠনে ২০০ জন, সৌরভ মহিলা উন্নয়ন সংগঠনে ১৫০ জন, শুভ ও জ্যোতি মহিলা উন্নয়ন সংগঠনে ১১০ জন, হৃদয় মহিলা উন্নয়ন সংগঠনে ১৪০ জন, বনানী মহিলা উন্নয়ন সংগঠনে ৯০ জন, সুখি মহিলা উন্নয়ন সংগঠনে ১৬০ জন, বিপ্লবী মহিলা উন্নয়ন সংগঠনে ৭০ জন, আল-আমীন মহিলা উন্নয়ন সংগঠনে ৭০ জন, কাজীপাড়া ও চেতনা মহিলা উন্নয়ন সংগঠনে ২১০ জন, আনন্দ মহিলা উন্নয়ন সংগঠনে ১৫০ জন, স্নেহময়ী মহিলা উন্নয়ন সংগঠনে ১০০ জন, জয়তী শংকরপুর শাখায় ১৬০ জন, জয়তী চুড়ামনকাটি শাখায় ৭০ জন এবং জয়তী সাড়াপোল শাখায় ৭৫ জনকে সর্বমোট ১,৮৫৫ জনকে পুষ্টিকর খাবার রান্না করে খাওয়ানো হয়েছে। উল্লেখ্য উক্ত পুষ্টিকার্যক্রমে জয়তী সোসাইটির কর্মী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নিবে না: নাহিদ
- ‘লক্ষ লক্ষ মানুষ আমাদের দেখায়েন না’
- খুলনায় বাড়ির সামনে গুলি করে ও রগ কেটে যুবদল নেতা হত্যা
- ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
- এনসিপির জুলাই পদযাত্রা যশোরে
- ‘সকলের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব নয়’
- ‘যশোর জেলায় ৮০ হাজার টিসিবি কার্ড বাতিল হয়েছে’
- বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বাক্সে গৃহবধূর মরদেহ উদ্ধার