সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার তালার টিপু কতৃক ঘর ভাংচুর যাতয়াতের পথ টিনের বেড়াঘেরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার সকাল আটটার দিকে তালা উপজেলার কলিয়া গ্রামের আনিছুর রহমানের বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাংচুরের ঘটনা ঘটনায় ওই গ্রামের নূর উদ্দীন টিপু, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম।
এ সময় তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আনিছুরের রান্নাঘর, মুরগির ঘর, কাঠেরঘরসহ বাড়ি ভাংচুর করে।
এ সময় আনিছুরের স্ত্রী ও কন্যা বাঁধা দিলে তাদরেকে জীবননাশের হুমকি দেয়া সহ আনিছুরের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি টিহনের বেড়া-ঘেরা দিয়ে বন্ধ করে দেয়।
এ ঘটনায় আনিছুর রহমান বাদী হয়ে তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয় তালা থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলামের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।