কালিগঞ্জ সংবাদদাতা
কালিগঞ্জের বাঁশতলা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে এ মতবিনিময় সভায় বণিক সমিতির সভাপতি জয়দেব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
ব্যবসায়ী আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বাজারের এক ব্যবসায়ী অনেকের পাওনা টাকা না দিয়ে সম্পদ-সম্পত্তি বিক্রি করে পালিয়ে যেতে চাইলে জেলা জামায়াত সেক্রেটারির আন্তরিক প্রচেষ্টায় ব্যবসায়ীরা প্রাপ্য টাকা ফিরে পাওয়ায় ব্যবসায়ীরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি সকল প্রকার চাঁদাবাজ দুর্নীতিবাজদের সতর্ক করে সাম্য মানবিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি দল মত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি নাগরিক অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থেকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার ওলামা বিভাগের আমির মাওলানা আব্দুল মোমেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রওশান আলী, বণিক সমিতির সেক্রেটারি রজব আলী বাবু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন, বণিক সমিতির ক্রিড়া সম্পাদক আমিরুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক আ. সালাম, ব্যবসায়ী হাফিজুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আ. খালেক গাজী প্রমুখ।
শিরোনাম:
- রাজপথে নামাতে বাধ্য করবেন না : আখতার হোসেন
- ভারত ও লন্ডনে বসে আ. লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে : হাসনাত আবদুল্লাহ
- বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নিবে না: নাহিদ
- ‘লক্ষ লক্ষ মানুষ আমাদের দেখায়েন না’
- খুলনায় বাড়ির সামনে গুলি করে ও রগ কেটে যুবদল নেতা হত্যা
- ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
- এনসিপির জুলাই পদযাত্রা যশোরে
- ‘সকলের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব নয়’