বেনাপোল সংবাদদাতা
একদিনের ব্যবধানে বেনাপোল চেকপোস্ট এলাকার বড়আঁচড়া আশরাফের মোড়ে দুর্বৃত্তরা আবারও বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে দুই জন মোটরসাইকেল আরোহী আশরাফের মোড়ের লিংক রোডে কাস্টমস স্কানিং মেশিনের পাশে এ বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের মাথায় হেলমেট পরিহিত ছিল। যে কারণে তাদেরকে সনাক্ত করা যায়নি। এ সময় আতঙ্কে এলাকার মানুষ দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। তবে কোন হতহতাতের ঘটনা ঘটেনি।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, কে বা কারা আতঙ্ক ছড়াতে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি একই সময় চেকপোস্টের আন্তর্জাতিক বাস টার্মিনালের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুবৃত্তরা পালিয়ে যায়।