বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগর-মণিরামপুর উপজেলার সীমান্তবর্তী মশিয়াহাটি ডিগ্রি কলেজের দক্ষিন পাশে ১৫ নং কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া মোড়ে নিপুনের দোকানে সন্ত্রাসীরা মানব মন্ডল (৪০) নামে একজনকে গুলি করেছে। তার উরুতে গুলি লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।আজ (শুক্রবার) রাত আনুমানিক পোনে ৯টায় কুলটিয়া মোড়ে এ গুলির ঘটনা ঘটে।
তিনি মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মন্ডলের ছেলে।
গুলি করে বেরিয়ে যাওয়ার সময় অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটীতে ডিবির হাতে ৩ জন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
তারা হলেন, অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের নারায়ন মন্ডলের ছেলে শিশির মন্ডল (৩০), মনিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮) ও অভয়নগর উপজেলার বুইকরার মৃত সোহরবের ছেলে হান্নান (৩২)। গুলি করার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
অভয়নগর থানার ওসি বক্কার রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থানে উপস্থিত হয়েছি। জনগণ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শিরোনাম:
- মহান স্বাধীনতা দিবস আজ
- আগামী নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত চলছে : নার্গিস বেগম
- অপরাধীদের কোন ছাড় নেই : নবাগত পুলিশ সুপার
- জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা বীর : যশোরের জিওসি
- ২৫ মার্চ কালরাত স্মরণে যশোরে মোমবাতি প্রজ্জ্বালন
- বাংলাদেশে কারো প্রভুত্ব মেনে নিবো না : ডিসি
- যশোরে জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ
- যশোরে ময়লাখানা উচ্ছেদ সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ